সমাজকর্ম বিভাগ সম্পর্কে

ইডেন মহিলা কলেজ-এ সমাজকর্ম একটি গুরুত্পূবর্ণ ও জনপ্রিয় বিষয় হিসেবে স্বীকৃত। উচ্চ শিক্ষায় স্বতন্ত্র বিষয় হিসেবে এটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। সমাজকর্ম হচ্ছে একটি পেশাগত বিষয় যার ভিত্তি হলো বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা ও মানবীয় সম্পর্ক।শিক্ষার্থীদের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে সমাজকর্ম বিষয়ের কোর্সসমূহ সমসাময়িক বিষয়ের আলোকে প্রস্তুত করা হয়েছে। তাছাড়া এ বিষয়ের শিক্ষার্থীরা তাত্তি¡ক ও ব্যবহারিক জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদেরকে এমনভাবে তৈরি করতে পারে যাতে তারা সরকারি ও বেসরকারি এবং সে¦চ্ছাসেবী সংস্থায় সহজে চাকুরি লাভ করতে পারে। সমাজকর্মের পাঠ্যসূচিতে যুগোপযোগী কিছু বিষয় সন্নিবেশিত আছে, যেমন: সামাজিক গবেষনা ও পরিসংখ্যান, মানব সম্পদ ব্যবস্থাপনা, জেন্ডার ইস্যু ও নারীর উন্নয়ন, সমাজকর্মে প্রতিবন্ধিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জনমিতিক ইস্যু: নীতি, পরিকল্পনা ও বাংলাদেশে বিদ্যমান সেবাসমূহ, মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার এবং সমাজকর্ম, সমাজকল্যাণ নীতি ও কর্মসূচি, জনস্বাস্থ্য ইস্যু ও সমাজকর্ম পরিকল্পনা, সমাজকর্মে অধ্যয়নে বিশ্বায়ন, সংশোধন ও সংশোধনমূলক সেবা, নারী, শিশু ও প্রবীন কল্যাণ ইত্যাদি।

সমাজকর্মের জ্ঞান মানুষকে তার ভিতরের শক্তিকে জাগিয়ে তার উন্নয়ন সুনিশ্চিত করে। সমাজকর্ম বিভাগটি কলেজের ৩ নং ভবনের ৩য় তলায় আবস্থিত। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ বিভাগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে। বিভাগে দুটি শ্রেণীকক্ষ, একটি সেমিনার কক্ষ, একটি বিভাগীয় শিক্ষকবৃন্দের কক্ষ ও একটি বিভাগীয় প্রধানের কক্ষ রয়েছে। শ্রেণীকক্ষ মাল্টিমিডিয়া সমৃদ্ধ।বিভাগের সেমিনারে কোর্স সংশ্লিষ্ট দেশী-বিদেশী অনেক লেখকের দুর্লভ বই রয়েছে।

বিভাগে বর্তমানে কর্মরত আছেন ৯ জন শিক্ষক। এছাড়া প্রভাষকের ১ টি পদ শূন্য রয়েছে।

ক্রমিক নং শিক্ষকবৃন্দের নাম পদবী
ড. মোছা. সামছুন নাহার অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ড. আফরোজা বেগম অধ্যাপক
মোছা:নাছিমা সুলতানা সহযোগী অধ্যাপক
ড. শাহনাজ পারভীন সহযোগী অধ্যাপক
মোছা:মোস্তারী সালেহীন সহযোগী অধ্যাপক
ফারজানা ইয়াসমিন সহযোগী অধ্যাপক
তাহমিনা শারমিন সহযোগী অধ্যাপক
সাদিয়া নাসরিন যুঁথি সহযোগী অধ্যাপক
শারমিন আক্তার প্রভাষক

 

শিক্ষকেরা স্ব-মহিমায় স্বকীয় ও মহিমান্বিত। তাঁদের অভিজ্ঞতা, নির্দেশনা ও প্রেরণায় ছাত্রীরা বরাবরই ভালো ফলাফল অর্জন করে চলেছে। সম্প্রতি প্রকাশিত ২০২০ সালের প্রথম বর্ষের ফলাফলে পাশের হার ৯৭%। এছাড়াও ১ জন সেমিনার সহকারী, ১ জন কম্পিউটার অপারেটর এবং ২ জন অফিস সহায়ক রয়েছে। সহপাঠক্রম কার্যক্রমে সমাজকর্মের শিক্ষার্থীরা বরাবরই পারদর্শী। তারা বিসিএসসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত আছে। পাশাপাশি এ বিভাগের ছাত্রীরা দেশ ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চতর পড়াশুনা ও গবেষণা কার্যে জড়িত আছে।
সর্বোপরি আদর্শ মানব সম্পদ ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এভাবে সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে-সেই আশাবাদ ব্যক্ত
“ If there is no struggle, there is no progress”-  Frederick Douglass