মার্কেটিং বিভাগ সম্পর্কে

সবদেশে সব রূপকথাতেই আমরা রাজার পরেই সত্তদাগরের স্থান, তথা মান মর্যাদা ও ক্ষমতা দেখতে পাই। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান, সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। এক সময়ে উৎপাদনকে বড় করে দেখা হতো। শিল্পবিপ্লবের পর থেকে প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও ব্যবহারের কারণে বর্তমানে পণ্য উৎপাদন কোন সমস্যা নয় বরং উৎপাদিত পণ্য কিভাবে বাজারজাত করা যায় তাই মূখ্য হয়ে দাঁড়িয়েছে। উন্নত প্রযুক্তি, যোগাযোগ ও আকাশ-সংষ্কৃতি প্রতিনিয়ত পণ্যের অবাধ তথ্য সরবরাহ করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে প্রচলিত চিন্তাধারা ও কলা-কৌশল। বিশ্বায়নের ফলে আজকের বাজারজাতকারীকে দেশীয় প্রতিযোগির বাইরে বিদেশী প্রতিযোগীকেও মোকাবেলা করতে হচ্ছে। তাই পাঠ্যবিষয় হিসেবে মার্কেটিং-এর গুরুত্ব ও চাহিদা সারা বিশ্বের মতো বাংলাদেশেও দ্রুত বেড়ে চলেছে।
বাংলাদেশের সর্ববৃহৎ ও সুপ্রাচীন নারী শিক্ষার প্রাণকেন্দ্র ইডেন মহিলা কলেজে ১৯৮১ সালে মাত্র ১৬ জন ছাত্রী নিয়ে বাণিজ্য বিভাগ চালু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগে প্রথম হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দেন। আর ২০০৫ সালে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর ফিরোজা বেগমের পৃষ্ঠপোষকতায় এবং ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোজাম্মেল আলী আহমেদের আপ্রাণ চেষ্টার ফসল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে মার্কেটিং বিভাগ।ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকেরা তখন মার্কেটিং বিভাগের ছাত্রীদের পাঠদান করতেন। সেইসব নিবেদিত প্রাণ শিক্ষকদেরকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
২০০৯ সালে মার্কেটিং বিভাগ ৬ নম্বর ভবনে স্থানান্তরিত হয়। ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগে গইঝ কোর্স চালু হয়। ১ম বর্ষ ইইঅ অনার্স কোর্সে বর্তমানে আসন সংখ্যা ২১৫ যা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই অনেক শিক্ষার্থী প্রচন্ড আগ্রহ থাকা সত্তে¡ও এ বিভাগে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে মাষ্টার্স শেষ পর্বে আসন সংখ্যা ৩০০ , তবে মার্স্টাস ১ম পর্ব কোর্স চালু হওয়ার প্রক্রিয়া চলমান
বর্তমানে মার্কেটিং বিভাগে শিক্ষকের সংখ্যা ৭ জন। ৩ জন সহযোগী অধ্যাপক এবং ৩ জন সহকারী অধ্যাপক এবং ১ জন প্রভাষক কর্মরত । তবে অধ্যাপকের পদ এখনো সৃষ্টি হয়নি। বর্তমান কলেজ প্রশাসন অধ্যাপক পদ সৃজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া বিভাগে রয়েছে ১ জন সেমিনার সহকারী ও ২ জন ৪র্থ শ্রেণির কর্মচারী।

বিভাগে কর্মরত শিক্ষকবৃন্দ

ক্রমিক নং নাম পদবী
১. জনাব আবদুল কাদের সহযোগী অধ্যাপক
২. জনাব আবু ইউসুফ সহযোগী অধ্যাপক
৩. জনাব মো: সাহতাব উদ্দিন সহযোগী অধ্যাপক
৪. জনাব সুলতানা রশীদ সহকারী অধ্যাপক
৫. জনাব খাদিজা আক্তার সুমা সহকারী অধ্যাপক
৬. জনাব মো: সাদিকুর রহমান সহকারী অধ্যাপক
৭. জনাব মো: মোফাজ্জল হোসেন প্রভাষক

মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। লেখাপড়ার বাইরেও এ বিভাগের ছাত্রীরা সহশিক্ষা কার্যক্রমে দক্ষতার সাথে অংশগ্রহণ করে আসছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সপ্তাহ, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, শিক্ষা সফর এবং বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবসে মার্কেটিং বিভাগের ছাত্রীদের অংশগ্রহণ উজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত । আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে।