ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ সম্পর্কে

“ In Banking or Finance , trust is the only thing you have to sell” -Patrick Dixon

নারীদের উচ্চ শিক্ষায় নেতৃত্বদানকারী  অন্যতম স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষালয় ইডেন মহিলা কলেজ। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র সবুজে ঘেরা ছায়াশীতল মনোরম পরিবেশে এর অবস্থান। এ কলেজের ব্যবসায় অনুষদের শীর্ষচয়ন বিষয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং। বর্তমান বিশ্বায়নের যুগে ব্যবসায় শিক্ষার গুরুত্ব বিবেচনায় রেখে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ প্রথম ব্যাচ অনার্স কোর্স এর পদযাত্রা শুরু হয় এবং ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ হতে মাস্টার্স কোর্স চালু হয়। সূচনালগ্ন থেকেই বিভাগের সুযোগ্য শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় সম্মান এবং মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল করছে। প্রথম বর্ষ বিবিএ অনার্স কোর্সে বর্তমানে আসন সংখ্যা ১৯০এবং মাস্টর্স শেষ পর্বে আসন সংখ্যা ২০০ যা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই অনেক শিক্ষার্থী প্রচন্ড আগ্রহ থাকা সত্ত্বেও এ বিভাগে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের  ফলাফলে বিভাগভিত্তিক মেধা তালিকার প্রায় সম্পূর্ণ অংশ জুড়েই ছিল ইডেন মহিলা কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্রীরা। এই সুন্দর ফলাফল অর্জনের পিছনে ছিল সঠিকভাবে নিয়মিত পাঠদান, নির্ধারিত সময়ে টিউটোরিয়াল, ইনকোর্স প্রাকনির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা গ্রহণ এবং শিক্ষক শিক্ষিকার নিবিড় পর্যবেক্ষন ও পরামর্শ দান ইত্যাদি। বর্তমানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবর্ষ বিবিএ(সম্মান) ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিএ এর ভর্তিকৃত শিক্ষার্থীরা অধ্যায়ন করছে।

বর্তমানে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষকের সংখ্যা ০৮ জন। তবে অধ্যাপকের পদটি এখনো সৃষ্টি হয়নি। বর্তমান কলেজ প্রশাসন অধ্যাপক পদ সৃষ্টির জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া বিভাগেরয়েছে ১জন সেমিনার সহকারি ও ২জন ৪র্থ শ্রেনির কর্মচারী।

প্রতিদিন নির্ধারিত ক্লাসেরপরে দিক নির্দেশনামূলক ক্লাসের মাধ্যমে ছাত্রীদের ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করা হয়।পাঠ্য বিষয়ের পাশাপাশি এ বিভাগের ছাত্রীরা সহপাঠ কার্যক্রমে দক্ষতার সাথে অংশগ্রহন করে আসছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক সপ্তাহ,নবীনবরন,বিদায় সংবর্ধনা,শিক্ষা সফর এবং বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক দিবসে যাদের সরব উপস্থিতি লক্ষ্যনীয়।বিজয় মেলা ২০১৭তে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্টল শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়ে প্রথম পুরস্কার লাভ করা ছাড়াও প্রতিটি বিজয়মেলায় আকর্ষনীয় স্টলের আয়োজন করে সুনাম কুড়িয়েছে এই ফিন্যান্স বিভাগ।২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর তারিখে শিক্ষক পরিষদের অভিষেক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ও ছাত্রীদের সমন্বয় নবগঠিত সাংস্কৃতিক গোষ্ঠী ‘ উত্তরণ’। এ বিভাগে একটি সেমিনার কক্ষের প্রয়োজনীয়তাদীর্ঘদিন যাবত ছাত্রীরা অনুভব করছে । পরিশেষে বর্তমান অধ্যক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় ও দিক নির্দেশনায় একটি পূর্ণাঙ্গ ও রুপান্তরিত সেমিনার রুম স্থাপিত হয়েছে।

বর্তমান সুযোগ্য অধ্যক্ষপ্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য এবং উপাধ্যক্ষপ্রফেসর ফেরদৌসী বেগম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভাগের শিক্ষকবৃন্দের সক্রিয় সহযোগিতা পেয়ে আসছে এ বিভাগ। সর্বোপরি আদর্শ মানব সম্পদ ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  এভাবে সকলের প্রচেষ্টায় উচ্চশিক্ষা ও উন্নত সাংস্কৃতিক কর্মকান্ডে সমৃদ্ধ এই বিভাগের ছাত্রীরা ব্যক্তি ও সামাজিক জাতীয় জীবনে আলোকিত মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই প্রত্যাশা রইল।