ইসলামিক স্টাডিজ বিভাগ সম্পর্কে

ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের কলা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলোর মধ্যে অন্যতম একটি ইসলামিক স্টাডিজ বিভাগ।‘গ্রিন ক্যাস্পাস, ক্লিন ক্যাম্পাস’এর ৩ নং ভবনের নীচতলায় এর অবস্থান।
১৯২১ সালে ‘ প্রাচ্যের অক্্রফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন একটি মর্যাদাপূর্ণ বিভাগ ‘ইসলামিক স্টাডিজ ’বিভাগ। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক স্টাডিজ ’ নামে স্বতন্ত্র বিভাগ চালু রয়েছে ।
নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালনকারী ইডেন মহিলা কলেজের ‘ইসলামিক স্টাডিজ ’বিভাগে ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান র্কোস এবং ১৯৯৯ সালে স্নাতকোত্তর কোর্স চালু হওয়ার পর থেকে বিভাগটি দেশের শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য ভূমিকা পালন করছে।

ইসলামিক স্টাডিজ বিভাগটিতে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী পাঠ্যক্রম চালু রয়েছে । কলা অনুষদের অন্তর্ভুক্ত হলেও ইসলামিক স্টাডিজ বিভাগে রয়েছে ইসলামী অর্থব্যবস্থা,ব্যাংকিং ও বীমা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ও পারিবারিক কল্যাণ, তুলনামূলক ধর্ম দর্শন, কালাম শাস্ত্র,কুরআন ও হাদীসে বৈজ্ঞানিক নির্দেশনা, কম্পিউটার শিক্ষাসহ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ব্যাবসায় প্রশাসন অনুষদভূক্ত বিভিন্ন বিষয় । ইসলামের মৌলিক বিষয়সমূহ যেমন আল-কুরআন,হাদীসশাস্ত্র,ফিকহ,মুসলিম পারিবারিক আইনসহ উন্নত যুগোপযোগী পাঠ্যসূচির আলোকে আমাদের শিক্ষার্থীদের উন্নত নৈতিক চরিত্র মানবিক গুণাবলী সম্পন্ন, উদার দেশপ্রেমিক,পরমত সহিষ্ণু নাগরিক হিসেবে গড়ে তোলাই ইসলামিক স্টাডিজ বিভাগের লক্ষ্য ।

আরও উল্লেখ্য, আমাদের সদ্য বিদায়ী শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক তাঁর অনন্য মানবিক গুণাবলীর কারণে ‘শুদ্ধাচার’ পুরষ্কার প্রাপ্ত হয়ে এ বিভাগের ভাবমূর্তি উজ্জল করেছেন ।
ইসলামিক স্টাডিজ বিভাগে রয়েছে আটজন নিবেদিত প্রাণ শিক্ষক যারা ছাত্রীদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ।
আমরা বিশ্বাস করি ইসলাম ও আধুনিক শিক্ষাক্রমের আলোকে আমাদের শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।