পরিসংখ্যান বিভাগ সম্পর্কে

শুদ্ধ জনপদে করতোয়া হাত বগুড়া শহরে অবস্থিত উত্তর বঙ্গের অন্যতম প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলোভোর পরিসংখ্যান বিভাগটি একটি উদীয়মান বিভাগ। এর যাত্রা শুরু বিংশ শতকের শেষ দশকে। এ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিসংখ্যান বিষয়টি চালু করা হয় অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার স্যারের সময়ে ১৯৯২-১৯৯৩ শিক্ষারর্থ হয়ে। শিক্ষার্থীদের ভাল ফলাফলের তাগিদে অধ্যক্ষ মহোদয় উদ্যোগী হয়ে বিষয়টির অনুমোদন নেন এবং শ্রেণী কক্ষ বাছে করতে বেসরকারি তহবিলের টাকা দিয়ে একটি টিন শেড বিল্ডিং নির্মান করেন। বিল্ডিংটির অবস্থান ছিল উল্ল আধ্যামিক জবান যেখানে বর্তমানে ৫ তলা বিশিষ্ট একাডেমিক বিল্ডিংটি নির্মিত হয়েছে (২০১৬-২০১৯)। এ বিল্ডিং এর নামকরণ করা হয় পরিসংখ্যান ভবন। এ কাজে প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন স্যার সহ কয়েকজন শিক্ষক সহায়ক ভূমিকা পালন করেন। ডিগ্রী পাস কোর্স অনুমোদন সহ চারটি পদ (সহযোগী অধ্যাপক ১টি, সহকারি অধ্যাপক ১টি, প্রভাষক ২টি পদ সৃষ্টি হয় ১৯৯২-১৯৯৩ শিক্ষাবর্ষ হতেই তৎকালিন অধ্যক্ষ স্যারের বিশেষ উদ্যোগে। পরবর্তীতে আরও ১টি প্রভাষক পদ সৃষ্টি হয় ২০০৯ সালে অধ্যক্ষ ড. মোঃ সুলতান আলী স্যারের সময়ে।

মিষ্টভাষী অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মছির উদ্দিন স্যারের সময়ে এ বিষয়ে অনার্স কোর্স চালু হয় এবং বর্তমান ২২১ নং কক্ষে বিভাগীয় অফিস স্থাপন করা হয়। প্রথম বিভাগীয় প্রধান ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক, সহকারি অধ্যাপক পরিসংখ্যান। এ কক্ষে ওয়াশরুমের ব্যবস্থা না থাকায় শিক্ষক-কর্মচারীরা যার পর নাই কষ্ট ভোগ করেছেন। এ বিভাগে দায়িত্ব পালনকালীন জনাব মোঃ সাজ্জাদুর রহমান কিডনী রোগে আক্রান্ত হন এবং পরবর্তীতে পদোন্নতি প্রাপ্ত হয়ে সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) পদে রাজশাহী কলেজে পদায়ন পান। সেখানে দায়িত্ব পালন কালীন ২০০৭ সালে তিনি অকালে মৃত্যু বরণ করেন। এ কলেজে পরিসংখ্যান বিষয়ে অনার্স কোর্স প্রবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় ফাইল পত্র প্রস্তুতিতে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বর্তমান বিভাগীয় প্রধানের আবেদন ক্রমে প্রফেসর মোঃ আব্দুল গফুর (অধ্যক্ষ-ভারপ্রাপ্ত) স্যার ২২০ নং কক্ষটি পরিসংখ্যান বিভাগের অফিস কক্ষ হিসাবে বরাদ্দ দেন ২০০৮ সালে। ২০১০ সালে পরিসংখ্যান বিষয়ে মাষ্টার্স কোর্স প্রবর্তনের লক্ষ্যে তৎকালিন অধ্যক্ষ প্রফেসর এ কে এম সালামত উল্লাহ স্যারের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি লাভ করে। উক্ত কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রাপ্ত হয় ২০০৮-০৯ শিক্ষাবর্ষে (২০১১ সালে)। মাষ্টার্স অধিভূক্তির এ কার্যক্রমে অধ্যক্ষ প্রফেসর সালামত উল্লাহ স্যারের সহায়তা স্মরণযোগ্য। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে তৎকালিন অধ্যক্ষ প্রফেসর মোঃ শামস-উল আলম স্যারের কর্মকালে পরিসংখ্যান বিভাগটি কক্ষ নং-২০৩, ২০৪ ও ২০৫ এ স্থানান্তরিত হয় দীর্ঘ ৩ মাস ব্যাপি সংস্কার কাজ শেষ করে।